Nadia News: নদিয়ার কল্যাণীতে চলল গুলি, গুলিবিদ্ধ যুবক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নদিয়ার কল্যাণীতে চলল গুলি। গুলিবিদ্ধ অজয় মাহাতো নামে বছর তিরিশের যুবক। তাঁর বাড়ি কল্যাণী থানা এলাকার চরজাজিরা গ্রামে।
আরও খবর...
প্রথমে শ্বাসরোধ করে খুন? তারপর দেহ টুকরো টুকরো করা? তারপর দেহাংশ কমোডে ফেলে কি ফ্ল্যাশ করে দেওয়া হয়েছিল? বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ার-উল-আজিম খুনে দেহাংশ উদ্ধারের আগে এমনই প্রশ্ন উঠছিল। ধৃতর বয়ানের ভিত্তিতে নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি শুরু করে CID। এবার সেখান থেকেই উদ্ধার হল মানুষের দেহাংশ, চামড়া ও চুল, দাবি সিআইডি সূত্রে।
সিআইডি সূত্রে খবর, এই দেহাংশ ও চুল বাংলাদেশের সাংসদেরই কিনা জানতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরোটরি বা CFSL-এ পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় সাংসদের দেহ বা দেহাংশের খোঁজ শুরু হয়। আবাসনের ভিতরে সুসজ্জিত জলাশয় থেকে সেপটিক ট্যাঙ্ক। আবাসনের নিকাশি পাইপ খুলে নমুনা সংগ্রহের পাশাপাশি এই আবাসনের নিকাশি নালা গিয়ে যে কেষ্টপুর খালে মেশে সেখানেও তল্লাশি চলে।