Naihati News : নৈহাটির রাজেন্দ্রপুরে অ্যামোনিয়া গ্যাস লিক, এলাকাজুড়ে ঝাঁঝালো গন্ধ
ABP Ananda Live: নৈহাটির রাজেন্দ্রপুরে অ্যামোনিয়া গ্যাস লিক। এলাকাজুড়ে ঝাঁঝালো গন্ধ। পাইপলাইন সিল করল পুলিশ। বেশ কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আরজিকর মামলায় নির্যাতিতার মা বাবা ও আন্দোলনকারীদের প্রশ্নই এবার উঠে শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতির গলায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তুললেন, সিবিআই কি মনে করছে, সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ই কি একমাত্র নাকি আরও কেউ রয়েছে এই ঘটনার পিছনে? তিনি প্রশ্ন তুলেছেন, আরজি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করতে গিয়ে তাদের কি মনে হয়েছে কখনও যে , এটা গণ ধর্ষণের ঘটনা? এরকম একাধিক প্রশ্ন করা হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও জিগ্যেস করেন, তদন্তের কোথাও গিয়ে কি সিবিআই-এর মনে হয়েছে, এটা একজনের কাজ নয় ? মনে হয়েছে যে এটা গণ ধর্ষণের ঘটনা? আর তেমনটা যদি মনে হয়ে থাকে, সেক্ষেত্রে সন্দেহভাজন কারা? সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।


















