Naihati News:আম কুড়োতে গিয়ে নিহত নাবালক,আগুন জ্বেলে পথ অবরোধ নৈহাটির শিবদাসপুরে
ABP Ananda LIVE : বন্ধুদের সাথে আম কুড়াতে গিয়ে বাগানের পাহাড়াদের হাতে মার খেয়ে প্রাণ গেল নাবালকের। মামার শ্রাদ্ধানুষ্ঠানে খেতে এসে গেল প্রাণ, কাঁচরাপাড়ার কিশোরের। এই ঘটনাকে কেন্দ্র করে নৈহাটির শিবদাসপুর এলাকায় আগুন জেলে পথ অবরোধ করা হয় ।
কলকাতায় রাতেই নামল পারদ, শনি-রবি রাতেও তুমুল বর্ষণ বঙ্গে? বড় দুর্যোগ আজ?
বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তবে তা দক্ষিণবঙ্গে এখনও ঢোকেনি। মাঝে মাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি হলেও উইকএন্ডে ভোগ করতে হবে গরমই। শনিবার থেকেই ফের গরম বাড়তে পারে কলকাতায়। দিন ও রাতের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সপ্তাহান্তের আবহাওয়া
আগামী চার দিনে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। শুক্রবার বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে যায়। শনিবার থেকে ফের গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। আগামী তিন থেকে চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। তবে তার সঙ্গেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।




















