BJP: আজ প্রধানমন্ত্রীর শততম মন কি বাত
আজ প্রধানমন্ত্রীর শততম মন কি বাত। বিশ্বজুড়ে সম্প্রচারের পাশাপাশি, নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও সরাসরি সম্প্রচার করা হবে মোদির ভাষণ। প্রধানমন্ত্রী হওয়ার পর, ২০১৪-র ৩ অক্টোবর থেকে শুরু হয় মোদির মন কি বাত। গোটা দেশে আকাশবাণীর পাঁচশোরও বেশি বেতার কেন্দ্র থেকে ২২টি ভারতীয় ভাষা ছাড়াও ১১টি বিদেশি ভাষায় মন কি বাত সম্প্রচারিত হয়। অন্যদিকে, দেশজুড়ে মন কি বাতের শততম এপিসোড শোনার ব্যবস্থা করেছে বিজেপি (BJP)। এই নিয়ে ঢালাও প্রচার চালিয়েছে পদ্ম শিবির। দেশের প্রতিটি বিধানসভা কেন্দ্রে মন কি বাত শোনানোর ব্যবস্থা করেছে বিজেপি নেতৃত্ব। বাংলাতেও বিজেপির উদ্যোগে মোদির শততম মন কি বাত অনুষ্ঠান শোনানোর ব্যবস্থা করা হয়েছে।



















