National Medical College: 'রাস্তায় ফেলে গুন্ডার মতো মেরেছে পুলিশ', অভিযোগ রোগীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ন্যাশনাল মেডিক্যাল কলেজে ধুন্ধুমার। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব রোগীর আত্মীয়রা। লাঠিচার্জ পুলিশ, সিভিক ভলান্টিয়ারদের। পাল্টা চিকিৎসক-নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান অব্য়াহত। সাতসকালে বারুইপুর পুরসভা এলাকায় ফুটপাত থেকে দখলদার সরাতে পথে নামল পুরসভা ও বারুইপুর থানা ও বারুইপুর পুলিশ জেলা। যে সমস্ত স্থায়ী ব্যবসায়ী ফুটপাত দখল করে রেখেছেন, তাঁদের সতর্ক করার পাশাপাশি, চলার পথ দখলমুক্ত করা হয়।
স্বাস্থ্যসাথীর বিলে অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ স্বাস্থ্য দফতরের। ১০ দিনের বেশি হাসপাতালে থাকলে মেডিক্যাল অডিট। মেডিক্যাল অডিটের পর পাস হবে বিলের টাকা। যে অপারেশনের জন্য রোগী ভর্তি, শুধু তার টাকাই দেবে রাজ্য সরকার। পরে অন্য কোনও সমস্যা ধরা পড়লে সেই অপারেশনের টাকা দেবে না সরকার। বেশকিছু বেসরকারি হাসপাতাল বাড়তি টাকা আদায় করছিল বলে অভিযোগ। তার জেরেই স্বাস্থ্যসাথী নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের।