Vice President : উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE : ধনকড়ের উত্তরসূরি কে? উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ। শুভেচ্ছা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর। এখন মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্বে রাধাকৃষ্ণণ। NDA প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ। কয়েক সপ্তাহ আগেই পদত্যাগ করেছেন জগদীপ ধনখড়। তাঁর উত্তরসূরি কে হবেন, এই নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তার মাঝেই, শাসক জোট এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে বেছে নিল বিজেপি। মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম বেছে নেওয়া হয়েছে বিজেপির তরফে। দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে তাঁর নাম ঘোষণা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তামিলনাড়ুর দলের অন্যতম শীর্ষ নেতা এ সিপি রাধাকৃষ্ণণ। এনডিএ জোটের সঙ্গে বৈঠকের পরই রবিবার সন্ধ্যায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করা হয়েছে। জেপি নাড্ডা জানিয়েছেন, দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে সিপি রাধাকৃষ্ণণের। তিনি সামলেছেন প্রচুর গুরুত্বপূর্ণ দায়িত্বও।



















