Newtown News: বাকিতে বিরিয়ানি না দেওয়ায় দোকান মালিককে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ | ABP Ananda LIVE
ABP Ananda Live: ফের আক্রান্ত ব্যবসায়ী, বাকিতে বিরিয়ানি না দেওয়ায় দোকান মালিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। নিউটাউনের সাপুরজিতে টাকা না দিয়ে ১০ প্লেট বিরিয়ানি দাবি। বাকিতে বিরিয়ানি না দেওয়ায় হুমকি, পরে দোকান ভাঙচুরের অভিযোগ অজয় সর্দারের বিরুদ্ধে। মালিক রূপম বিশ্বাস দোকানে এলে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ, অধরা অভিযুক্ত
হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের
'শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, ওঁর সীমা লঙ্ঘন করা মোটেই উচিত নয়। আমি শুভেন্দু অধিকারীকে ৭২ ঘণ্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক আপনাকে বুঝে নেবে', হুঙ্কার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের।
যাদবপুরকাণ্ডের জেরে বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ আউটপোস্ট তৈরির সিদ্ধান্ত। যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি লালবাজারের। ক্যাম্পাসের কোন জায়গায় করা যায় আউটপোস্ট, সেই জায়গা চিহ্নিত করতে চিঠি লালবাজারের। বিশ্ববিদ্যালয়ের মধ্যে আউটপোস্টে ২৪ ঘণ্টাই থাকবে পুলিশ
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রাজারহাটের চাঁদপুর। দলীয় কর্মীদের হাতেই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের আক্রান্ত হওয়ার অভিযোগ। তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। প্রতিবাদে উপপ্রধানের অনুগামীরা শিকরপুর মোড়ে রাস্তা অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের হঠিয়ে দেয়। গন্ডগোলের আঁচ ছড়িয়ে পড়ে রাজারহাট থানায়। তৃণমূলের দুই গোষ্ঠী থানার মধ্যে একে অপরের ওপর চড়াও হয় বলে অভিযোগ



















