এক্সপ্লোর
Amdanga: দলের হুইপ না মেনে, টাকা দিয়ে ভোট কিনে প্রধান হওয়ার অভিযোগ উঠল আমডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে | ABP Ananda LIVE
পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে অশান্তির শেষ নেই ! অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে বিরোধীদের তরফে। এবার তৃণমূলের অন্দরেই উঠল অভিযোগ ! দলের হুইপ না মেনে, টাকা দিয়ে ভোট কিনে প্রধান হওয়ার অভিযোগ উঠল আমডাঙা (Amdanga) গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ রূপচাঁদ মণ্ডলের বিরুদ্ধে। দলীয় এই নেতার বিরুদ্ধে আবার যে-সে নন, অভিযোগ তুলেছেন খোদ তৃণমূলেরই বিধায়ক! মহম্মদ রূপচাঁদ মণ্ডল ১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ভোট কিনেছেন বলে অভিযোগ আমডাঙার তৃণমূল বিধায়কের (TMC MLA)। যদিও টাকা দিয়ে নয়, ভোটাভুটিতে জিতেছি বলে দাবি পঞ্চায়েত প্রধানের।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















