এক্সপ্লোর
Dumdum: দমদমে মহিলা তৃণমূল কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ
দমদমের বিধান কলোনিতে মহিলা তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল দলেরই কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। মহিলা তৃণমূল কর্মী তাপসী দে-র অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান দক্ষিণ দমদম পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সাহার অনুগামীরা। এনিয়ে উত্তেজনা ছড়ানোয় নাগেরবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরভোটের পর থেকে কাউন্সিলরের সঙ্গে দূরত্ব বাড়ায় আক্রোশবশত হামলা বলে দাবি মহিলা তৃণমূল কর্মীর। যদিও স্থানীয়দের দাবি, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। দলীয় কর্মীর বাড়িতে হামলা-যোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সাহাও।
আরও দেখুন






















