TMC News: নিউ ব্যারাকপুরের দক্ষিণ তালবান্দায় মন্দিরে চুরি ঘিরে গুলি, নিশানায় তৃণমূল পঞ্চায়েত সদস্যা
ABP Ananda Live: উত্তর ২৪ পরগনায় ফের শ্যুটআউট, নিশানায় তৃণমূল পঞ্চায়েত সদস্যা। তৃণমূল পঞ্চায়েত সদস্যাকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার ১ । নিউ ব্যারাকপুরের দক্ষিণ তালবান্দায় মন্দিরে চুরি ঘিরে গুলি। দুষ্কৃতীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এলাকায় মিছিল । মন্দিরে চুরির অভিযোগে এক জনকে পাকড়াও স্থানীয়দের । ফোন করে আরও কয়েকজনকে ডাকে ওই দুষ্কৃতী, অভিযোগ এলাকাবাসীর। ফোনের পর বাইকে পাঁচ জন এসে গুলি চালায়, অভিযোগ স্থানীয়দের। পঞ্চায়েত সদস্যা ঝর্ণা সরকারকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য রক্ষা ঝর্ণা সরকারের।
আরও পড়ুন...
রাজ্যে ডেঙ্গির দাপট
পুজোর আর মাসখানেকও বাকি নেই। কিন্তু এখনও বিরাম নেই ডেঙ্গির। গত ৩ সপ্তাহে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬ জন। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, যে সব জেলায় ডেঙ্গির দাপট রয়েছে, সেখানে মশা নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে। উদ্বেগের কোনও কারণ নেই।






















