North 24 Parganas: ফের খারাপ রাস্তার কারণে রোগীর দুর্ভোগ,বাঁশ বেঁধে কাঁধে করে নিয়ে যেতে হল হাসপাতালে
ABP Ananda LIVE: ফের খারাপ রাস্তার কারণে রোগীর দুর্ভোগ । কাদা ভর্তি মাটির রাস্তায় হাঁটু সমান জল । অসুস্থ প্রৌঢ়াকে দোলনায় বসিয়ে, বাঁশ বেঁধে কাঁধে করে নিয়ে যেতে হল হাসপাতালে । উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের ঘটনা । গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দেবেশ মণ্ডল এখন হিঙ্গলগঞ্জের তৃণমূলের বিধায়ক । বিজেপির কটাক্ষ, খারাপ রাস্তাই বলে দিচ্ছে তৃণমূল আমলে উন্নয়ন বেহাল । বাম আমলের রাস্তা মেরামতে সময় লাগছে, মানুষকে খেপিয়ে লাভ নেই, মন্তব্য শাসক বিধায়কের
ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়, একের পর এক দেশে বিধ্বংসী সুনামি সতর্কতা, তছনছ হতে পারে উপকূল
ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়। দেশের পূর্ব উপকূলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প । রিখটার স্কেলে মাত্রা ছিল ৮ দশমিক ৭ । ভূমিকম্পের পর জারি করা হয়েছে হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা । বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।ভূমিকম্পের পরে প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ অন্যান্য দেশে আঘাত আছড়ে পড়তে পারে দৈত্যাকার ঢেউ । সংবাদ সংস্থা এএফপি অনুসারে, মার্কিন সুনামি কেন্দ্র জানিয়েছে যে হাওয়াই এবং রাশিয়ায় তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ভয়াবহ।



















