Voter card: বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে চলছে ভোটার কার্ড খতিয়ে দেখার কাজ।দিনহাটা পুর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড খতিয়ে দেখলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বৈঠক চলাকালীন ধুন্ধুমার
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বৈঠক চলাকালীন ধুন্ধুমার। বৈঠক চলাকালীনই বিক্ষোভ বাম ছাত্র সংগঠনগুলির। শিক্ষামন্ত্রী বৈঠকে যোগ দেওয়ার আগেই শুরু হয় স্লোগান। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে স্লোগান বাম ছাত্র সংগঠনের। বিক্ষোভকারীদের সরে যেতে বলেন ওয়েপকুপার আধিকারিকরা। ওয়েবকুপার আধিকারিকদের সঙ্গে ঝামেলায় জড়ায় বিক্ষোভকারী ছাত্ররা। শুরু হয় ২ পক্ষের বচসা, উত্তেজনা
'ভূতুড়ে ভোটার'- এর খোঁজে একদিকে সকাল থেকে পথে নেমেছেন মেয়র। অন্যদিকে বিধাননগর বিধানসভা কেন্দ্রের বুথ কর্মীদের নিয়ে বৈঠক করলেন সুজিত বসু। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে দেওয়া হল ভোটার তালিকা সংক্রান্ত নির্দেশ
ফের পুলিশের হাত থেকে অভিযুক্ত ছিনতাই। চোপড়ায় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হল প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল ধস্তাধস্তি। অভিযুক্তকে গাড়িতে তোলার সময় পুলিশকে বাধা গ্রামবাসীদের। পুলিশের হাত থেকে অভিযুক্ত মজিবুর রহমানকে ছিনিয়ে নিয়ে যায় গ্রামবাসীরা।




















