(Source: ECI/ABP News/ABP Majha)
Sayantika Banerjee: আজই বিধায়ক পদে শপথ নিচ্ছেন সায়ন্তিকা, রেয়াত হোসেন সরকার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আজ কি শপথ নিতে পারবেন সায়ন্তিকা, রেয়াত হোসেন সরকার? রাজ্যপাল ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেও তৈরি হয়েছে নতুন জট। শপথগ্রহণ করাবেন না বলে জানিয়ে দিয়েছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় আজ বসছে বিশেষ অধিবেশন। বরানগর ও ভগবানগোলা উপনির্বাচনে জেতার পরেও শপথ ঘিরে জটিলতা।
মুকুল রায়ের অবস্থা এখনও সঙ্কটজনক থাকলেও স্থিতিশীল। অ্যাপোলো হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন রেলমন্ত্রীকে সফলভাবে ভেন্টিলেটর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। বর্তমানে নিউরো ICU-তে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। মুকুল রায় তন্দ্রাচ্ছন্ন রয়েছেন। বুধবার পড়ে গিয়ে চোট পান মুকুল রায়। ওই দিনই রাত সাড়ে এগারোটা নাগাদ অ্য়াপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকরা জানান, আঘাত লেগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায়, মাথার একটি অংশে রক্ত জমাট বেঁধেছে।
বর্ষার সময়ে কলকাতায় কলেরা। বাগুইআটির জ্যাংড়ায় আক্রান্ত বছর পঁয়ত্রিশের যুবক ও তাঁর মা। ছেলে হাসপাতাল থেরে ফেরার পর এবার বেলেঘাটা ID-তে ভর্তি করা হল মাকে। কলেরার জীবাণু রয়েছে কি না জানতে এলাকায় গিয়ে পানীয় জল ও স্নানের জলের নমুনা সংগ্রহ করে নাইসেড। দক্ষিণবঙ্গে গত ২ মাসে কলেরা সংক্রমণ বাড়ায় জল ও খাবার নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা।