RG Kar News: আজও RG কর মেডিক্যালে সিবিআই, থ্রিডি স্ক্যানার নিয়ে পৌঁছলেন আধিকারিকরা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: গতকালের পর আজও RG কর মেডিক্যালে সিবিআই। থ্রিডি স্ক্যানার নিয়ে পৌঁছলেন আধিকারিকরা। তথ্যপ্রমাণ সংগ্রহে যাবেন সেমিনার রুমে। আর জি কর মেডিক্যালে সিবিআই
সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদে কোন কোন বিষয়ে নজর রেখেছে সিবিআই। ভেতরের সূত্র মারফত খবর, সিবিআই মূলত জানতে চাইছে, সেদিন ওই ঘটনা জানতে পারার পর তাঁর প্রথম প্রক্রিয়া কী ছিল। তিনি কী জানতেন, মেয়েটির বাবা-মাকে প্রাথমিকভাবে আত্মহত্যার কথা বলেছেন হাসপাতালের অ্যাসিট্যান্ট সুপার। সন্দীপ ঘোষই কি অ্যাসিসট্যান্ট সুপারকে এ - কথা বলতে বলেছিলেন ? কী অবস্থায় তিনি প্রথম নির্যাতিতার দেহ দেখেন? ওই দিনের নানা ঘটনাক্রমের ভিত্তিতে প্রশ্ন করা হয় সন্দীপকে।
ক্রবারও ফের আরজি করে যায় সিবিআই। সেখানে গিয়ে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা হয় 3D লেজার স্ক্যানার মেশিনের সাহায্যে। ঘটনাস্থলের এই ছবি বিচার করে দেখা হবে। এছাড়া আজ ফের আরও কিছু পড়ুয়া চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।