এক্সপ্লোর
Coochbehar: ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে এক ভারতীয়র মৃত্যু
কোচবিহারে দিনহাটার গীতালদহে ভারত-বাংলাদেশ সীমান্তে BSF-এর গুলিতে এক ভারতীয়র মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বছর ২৪-এর মৃত যুবকের নাম প্রেম বর্মন। বাড়ি গীতালদহের ভারবান্ধায়। BSF-এর দাবি, ওই যুবক গরু পাচারে যুক্ত ছিলেন। যদিও সেই দাবি মানতে নারাজ মৃতের পরিবার। তাদের দাবি, ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করতেন প্রেম। ২ দিন আগে বাড়ি ফেরেন। আজ জমিতে চাষের কাজ দেখতে যান। তখনই পাচারকারী সন্দেহে ওই যুবককে গুলি করে BSF। অভিযোগ খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।
জেলার
চিকিৎসক অভিজিৎ চৌধুরীর উদ্যোগে,বীরভূমের নগরী গ্রামে শুরু হল ভ্রাম্য়মান লাইব্রেরি পরিষেবা
আরও দেখুন



















