Nabanna Abhijan: নবান্ন অভিযানেপুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১
ABP Ananda LIVE: নবান্ন অভিযানে ধুন্ধুমার, গ্রেফতার আরও ১। পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১। খড়দার নতুন পাড়া এলাকা থেকে গ্রেফতার নীতীশ সিংহ। ভিডিওয় ওই যুবককে এক পুলিশকর্মীকে মারধর করতে দেখা গিয়েছে, দাবি পুলিশের। আগেই নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় গ্রেফতার ২ বিজেপি নেতা। গ্রেফতার মানসচন্দ্র সাহা নৈহাটি ২ নম্বর মণ্ডলের সহ সভাপতি। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। মারধরের অভিযোগে গ্রেফতার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ চন্দন গুপ্ত। জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্ত বিজেপির ভাটপাড়া ২ নম্বর মণ্ডলের সম্পাদক। নবান্ন অভিযানে পুলিশ মারধরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৩।
মেট্রোর সুড়ঙ্গপথে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার !
কলকাতা মেট্রোর সুড়ঙ্গপথে অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার! ফের মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন । রাত ২.১৫ নাগাদ পার্ক স্ট্রিট ও ধর্মতলা মেট্রো স্টেশনের মাঝে সুড়ঙ্গ থেকে যুবকের দেহ উদ্ধার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে ১০০ মিটার দূরে সুড়ঙ্গে পড়েছিল দেহ। RPF-এর হেল্পলাইন মারফত খবর পায় নিউ মার্কেট থানা । অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু । কীভাবে ওই যুবক মেট্রোর সুড়ঙ্গে পৌঁছে গেলেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে


















