Oudh :আউধ নিয়ে এল ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি, কীভাবে তৈরি করা হচ্ছে ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি?
ABP Ananda Live: লাল কাপড় জড়ানো ধোঁয়া ওঠা হাঁড়ি! গন্ধে ম ম চারিদিক!! ভুবন ভোলানো স্বাদ। বিরিয়ানি ভালবাসেন না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। তবে ভালবাসলেই কি আর সবাই খেতে পারে? ডায়াবিটিসে আক্রান্তরা স্বাস্থ্য়ের কথা ভেবে, এই লোভনীয় পদ থেকে দূরে থাকেন!তবে আর নয়! কারণ আউধ এবার নিয়ে এল ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি। গত কয়েক মাস ধরে ডায়াটেশিয়ানদের সঙ্গে পরামর্শ করে, এই ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি তৈরি করেছে আউধ।এই স্পেশাল পদ চেখে দেখতে রেস্তোরাঁয় পৌঁছে গেছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী।
যিনি নিজেও ডায়াবিটিসে আক্রান্ত।কীভাবে তৈরি করা হচ্ছে ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি? আপনিও যদি চেখে দেখতে চান ডায়াবেটিক ফ্রেন্ডলি বিরিয়ানি, তাহলে যেতেই হবে আউধে।
'১৫ অগাস্ট পর্যন্ত দেখব', আলাদা দল তৈরির হুঁশিয়ারি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের
'১৫-ই অগাস্ট পর্যন্ত দেখব।' তৃণমূলের দিকে আলাদা দল তৈরির হুঁশিয়ারি ছুড়ে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পাল্টা জয়প্রকাশ মজুমদার বলছেন, 'আগে পদত্যাগ করুন। দল এইসব ডেডলাইনের পরোয়া করে না।' এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।কংগ্রেস, তৃণমূল, বিজেপি, নির্দলের পর, এবার কি নিজের দল ? ২০২৬-এর বিধানসভা ভোটে একেবারে অন্য় রঙে দেখা যাবে তাঁকে ? বিধানসভা ভোটের কয়েকমাস আগে দল ছাড়ার হুঁশিয়ারি শোনা গেল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের গলায়। তাহলে কি বিধানসভা ভোটের আগে তৃণমূলে ভাঙন ধরবে ? দল ছাড়বেন মুর্শিদাবাদে তৃণমূলের অন্য়তম হেভিওয়েট সংখ্য়ালঘু মুখ ? হুমায়ুন কবীর বলছেন, "১৫ অগাস্ট অবধি দেখব, যে, এই জেলার নেতাদের কোনও সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কি না। তারপরে একটাই অপশন আছে, মুর্শিদাবাদের সংখ্য়াগরিষ্ঠ যাঁরা মুসলিম জনতা, এমনকী কিছু হিন্দু ব্য়ক্তিও রয়েছেন, যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা বলছেন যে, তাঁরা প্রস্তাব আকারে দিচ্ছেন বারবার। আপনি নিজে একটা কোনও রাস্তা বের করুন। শুধু হুমায়ুন কবীর কেন ? অনেক হুমায়ুন কবীর থাকবে।"




















