(Source: ECI/ABP News/ABP Majha)
Panihati News: পানিহাটিতে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। ABP Ananda Live
Mamata Banerjee: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নির্দেশই সার! একুশে জুলাইয়ের পরদিনই পানিহাটিতে প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল। তৃণমূলের ওয়ার্ড সভাপতিকে মারধরের অভিযোগ উঠল, যুব তৃণমূল নেতার অনুগামীর বিরুদ্ধে। পাল্টা যুব তৃণমূল নেতার দোকানে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা। ভাঙচুরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আছা়ড় মেরে ভেঙে ফেলা হল একের পর এক চেয়ার...ভেঙে চুরমার করে দেওয়া হল কাচের পার্টিশন...ভাঙা হল AC...সিলিং ফ্যান...উত্তর ২৪ পরগনার পানিহাটিতে প্রকাশ্যে চলে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পানিহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতির দাবি, রবিবার তাঁর ওপর আচমকা হামলা চালায় পরিতোষ দাস নামে স্থানীয় এক দুষ্কৃতী। গাড়িতে তুলে, মারধর করে মানিব্য়াগ, মোবাইল ফোন ছিনতাই করে নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, এই পরিতোষের মাথায় হাত রয়েছে, পশ্চিম পানিহাটির যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বুবাই মল্লিকের। সোমবার সকালে, বিটি রোডের ওপর, পরিতোষের যে ডেরা, সেখানে ভাঙচুর চালায় তৃণমূল কর্মীরা।ভেঙে দেওয়া হয় চেয়ার...শুধু তাই নয়, ভাঙচুর চালানো হয়, তৃণমূল নেতা বুবাই মল্লিকের অফিসেও।