Parliament News: ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজও উত্তাল হল সংসদ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আজও উত্তাল হল সংসদ। বিশেষ সংশোধন বিরোধিতায় হাতে কালো কাপড় বেঁধে সংসদ ভবনের মকর দ্বারে বিক্ষোভ দেখান INDIA জোটের সাংসদরা। বিহারের ধাঁচে কি এবার বাংলাতেও চালু হবে ভোটার তালিকায় বিশেষ সংশোধন? আগেভাগেই সুর চড়িয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।
আরও খবর...
বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে বুধবারও উত্তাল হল সংসদ। অধিবেশন শুরুর আগে বিক্ষোভ দেখালেন বিরোধী জোট INDIA-র সদস্যরা। ভোটার তালিকা সংশোধনের নামে ভোট চুরি, ভোট লুঠের অভিযোগে স্লোগান দিলেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের দাবি, বিজেপির আসল লক্ষ্য বিহার নয়, বাংলা। রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম ভোটব্যাঙ্ক নষ্ট হওয়ার ভয় পাচ্ছে তৃণমূল, পাল্টা অভিযোগ করেছে বিজেপি।
বিজেপির কথায় যারা CAA-তে ফর্ম ফিলাপ করছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী কিছুই পাবেন না। কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যানের গলায়। ভয় দেখাচ্ছেন তৃণমূল নেতা, পাল্টা সুর চড়িয়েছে বিজেপি


















