Pathuriaghata: পার্কিং নিয়ে বিবাদের জেরে পাথুরিয়াঘাটায় কম্পিউটার ব্যবসায়ীকে বেধড়ক মারধর | Bangla News
রাতের শহরে বেপরোয়া গুন্ডাগিরি। পার্কিং নিয়ে বিবাদের জেরে পাথুরিয়াঘাটায় কম্পিউটার ব্যবসায়ীকে বেধড়ক মারধর। ব্যবসায়ী মনোজ কুমার সিংয়ের দাবি, তাঁর কম্পিউটার সামগ্রীর দোকানের সামনে গাড়ি পার্কিং নিয়ে প্রতিবেশী ব্যবসায়ী সুবোধ সিংয়ের সঙ্গে গতকাল রাতে বচসা হয়। অভিযোগ, এরপরই সুবোধ সিং দলবল নিয়ে চড়াও হন মনোজের ওপর। তাঁকে দোকান থেকে বের করে বেধড়ক মারধর করা হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। ঘটনার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত সুবোধ সিং। আক্রান্ত ব্যবসায়ীর দাবি, তিনি রাতে জোড়াবাগান থানায় অভিযোগ জানাতে গেলেও ডিউটি অফিসার নেই, এই কথা বলে তাঁর অভিযোগে গুরুত্ব দেয়নি পুলিশ। তবে পরে দুক্ষের তরফেই থানায় অভিযোগ দায়ের হয়।



















