PM Modi: বিহারের কংগ্রেসের সভায় মাকে টেনে কুরুচিকর আক্রমণ, মুখ খুললেন প্রধানমন্ত্রী
ABP Ananda LIVE: বিহারে RJD এবং কংগ্রেসের মঞ্চ থেকে নরেন্দ্র মোদির মা তুলে গালাগালি করা হয়েছিল। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল বিহার-সহ বিভিন্ন এলাকায়। এবার বিহারের একটি সমবায়ের উদ্বোধনী অনুষ্ঠান থেকেই তার জবাব দিলেন নরেন্দ্র মোদি। বললেন, এই গালি শুধু আমার মায়ের অপমান নয়। এটা দেশের মা, বোন, মেয়েদের অপমান। এদিন নাম না করে রাহুল গান্ধীর উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, একটা গরিব মায়ের তপস্যা, তাঁর ছেলের যন্ত্রণা, এসব রাজবংশে জন্ম নেওয়া যুবরাজ বুঝবে না। এই নামদার লোকেরা কী বলেছিল, তারা তো প্রশ্ন তুলেছিল, ভারতমাতা কে? মা তুলে গালাগালি দেওয়ার নিন্দা করলেও, কংগ্রেসের দাবি, রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় বিহারে যে সাড়া মিলেছে, তা থেকে নজর ঘোরাতেই এসব নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে।
পানাগড় বাজারে ধুন্ধুমার । বিজেপি ও তৃণমূলের একে অপরকে চোর স্লোগান
বিজেপি ও তৃণমূলের একে অপরকে চোর স্লোগান । পানাগড় বাজারে ধুন্ধুমার । পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে নাজেহাল কাঁকসা থানার পুলিশ । কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙার প্রতিবাদে পানাগড় বাজারে প্রতিবাদে নামে তৃণমূল কর্মীরা ভারতীয় সেনা কে অপমান করার অভিযোগে প্রতিবাদ মিছিল করে বিজেপি । পানাগড় বাজারে চৌমাথা মোড়ে মুখোমুখি হয় তৃণমূল ও বিজেপির মিছিল । পরস্পরকে চোর স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীব । স্লোগান পাল্টা স্লোগান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়


















