BJP News: পয়লা বৈশাখে 'হাল ফেরানোর খাতা' কর্মসূচি বিজেপির | ABP Ananda LIVE
ABP Ananda L;IVE: পয়লা বৈশাখের জনসংযোগ কর্মসূচির মধ্যে ঢুকে পড়ল রাজনীতিও। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বদলানোর ডাক দিয়ে 'হাল ফেরানোর খাতা' কর্মসূচি পালন করল বিজেপি। উঠে এল চাকরি বাতিল, আরজি কর-কাণ্ডের মতো ইস্যু। শিল্পের হাল ফেরানোর ডাক দিয়ে কর্মসূচি করল কংগ্রেস। অন্যদিকে, রাজ্য জুড়ে নববর্ষের শোভাযাত্রা-সহ একাধিক কর্মসূচি পালন করল তৃণমূল।
আরও খবর..
ওয়াকফ অশান্তিতে তপ্ত মুর্শিদাবাদ। তিনজনের মৃত্যু হয়েছে। আহত বহু। অশান্তির ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন অধীর চৌধুরী। একইসঙ্গে মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় এদিন মুখ্যমন্ত্রীকে নিশানাও করেন কংগ্রেস নেতা।
হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, "ধুলিয়ান, সামশেরগঞ্জের ঘটনা বাইরে থেকে যা দেখা যাচ্ছে, তার থেকে অনেক গভীর। অনেক মানুষ সেখানে আহত হয়েছেন। তার তথ্য দিচ্ছে না প্রশাসন, সরকার। আমি আজ হাসপাতালে এসেছিলাম অনেক খোঁজ পেয়ে। সেখানে সামশেরগঞ্জের ঘটনায় গুলি খাওয়া তিনজনকে দেখলাম। একজনের ১১ থেকে ১২ বছর বয়স। বাচ্চা ছেলে। তার ডানদিকের কিডনিটা বাদ হয়ে গেছে অলরেডি। তাকে দেখা যাচ্ছে না। সে বসতে পারছে না, শুতে পারছে না, দাঁড়াতে পারছে না। শুধু কাঁদছে। আর দুজনের মধ্যে একজনের গুলি বের হয়েছে। আর একজনের হয়নি। ডাক্তাররা বলছেন, গুলি বের হতে সময় লাগবে। অল্প বয়সি ছেলে। তার মধ্যে একটা ছেলে আবার বলছে আমি মায়ের ওষুধ আনতে গিয়েছিলাম দোকানে।"



















