Sukanta Majumdar: 'বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে', 'এনকাউন্টার' হুঁশিয়ারি সুকান্তর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বঙ্গে শুরু ভোট পরবর্তী হিংসা, সুকান্তর 'এনকাউন্টার' হুঁশিয়ারি । 'কলকাতা, নদিয়া, বসিরহাটে ভোট পরবর্তী হিংসা চলছে' । 'বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে' । এনকাউন্টার হবে, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতির
'কলকাতা, নদিয়া, বসিরহাটে ভোট পরবর্তী (Post Poll Violence 2024) হিংসা চলছে। বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে। এনকাউন্টার হবে', হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রবিবা নদিয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলছে বিজেপি। দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান পরিবার। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন, দাবি করছে পরিবারের। পারিবারিক বিবাদের জেরে খুন, পাল্টা দাবি শাসক দলের। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানিয়েছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে তাদের ধারণা, এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তার পরই এই মন্তব্য সুকান্তর।