Cut Money: পঞ্চায়েত ভোটের মুখে পঞ্চায়েত অফিসে তৃণমূলের প্রধানের নামে কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার
Cut Money: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) মুখে পঞ্চায়েত অফিসে তৃণমূলের (TMC) প্রধানের নামে কাটমানি নেওয়ার অভিযোগে পোস্টার (poster ) পড়ল। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরহাটি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। পোস্টারে লেখা রয়েছে, পঞ্চায়েতের কোনও কাজ করতে গেলে প্রধানকে ৫ শতাংশ কাটমানি দিতে হয়। কাটমানি না দিলে ঠিকাদারদের বিল আটকে রাখা হয় বলেও পোস্টারে অভিযোগ তোলা হয়েছে। কাটমানি-যোগ অস্বীকার করে তৃণমূল প্রধানের দাবি, পঞ্চায়েত ভোটের আগে দলেরই একাংশ বিজেপির (BJP) সঙ্গে হাত মিলিয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তৃণমূলের ঠিকাদারদের একাংশই টাকা না পেয়ে প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি।



















