(Source: Poll of Polls)
Puri Jagannath Rath Yatra: রত্নভাণ্ডারে কী রয়েছে, চাবি কোথায় রয়েছে ? কী জানালেন পুরীর মহারাজ ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রথযাত্রা উৎসবের মধ্যে সোমবারই খুলছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার? জানা যাবে আজই। রত্নভাণ্ডার নিয়ে বৈঠকে বসেছে নবগঠিত কমিটি। বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি-সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে জগন্নাথধামের ভাণ্ডারে, দাবি পাণ্ডাদের।
দেড় দশকেরও বেশি সময় ধরে গ্যাংস্টার সুবোধ সিং-এর বং-কানেকশন! ২০০৭ সালে উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলে নেটওয়ার্ক তৈরি করে। দফায় দফায় রাজ্যে এসে করে একের পর এক ডাকাতি। জেরায় স্বীকার করেছে বলে সিআইডি সূত্রে খবর। ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর হামলার ঘটনায় বিহার থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রথযাত্রা। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সকলকে জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি, প্রভু জগন্নাথের কৃপায় এই শুভদিন সকলের জন্য হয়ে উঠুক মঙ্গলময়। আজ সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে যোগ দেবেন। ঐতিহাসিক মাহেশে আমরা মন্দিরের ঐতিহ্যসম্মত পুনর্নির্মাণ করেছি, কলকাতায় ইসকনের রথযাত্রায় আমি যোগ দেবো, আগামীবছর এর সঙ্গে যুক্ত হবে দীঘার বিশাল রথযাত্রা!