Rahul Gandhi: ৩০ দিনের জন্য জামিন রাহুলকে, হারাবেন সাংসদ পদ?
চার বছর পুরনো মানহানি (অপরাধমূলক) দু'বছরের সাজা শুনিয়েছে আদালত। পরে জামিন পেলেও, সাংসদ পদ টিকিয়ে রাখা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কিন্তু তিনি 'সত্যের পথেই' থাকবেন বলে জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul gandhi)। গুজরাতের সুরত আদালতে সাজা ঘোষণা এবং তার পর জামিন মঞ্জুর হতেই নিজের মনের কথা তুলে ধরলেন (Rahul Gandhi Defamation Case)।
৩০ দিনের জন্য জামিন দেওয়া হয়েছে রাহুলকে
বৃহস্পতিবার গুজরাতের সুরতের জেলা আদালত রাহুলকে দোষী সাব্যস্ত করে। তাঁকে দু'বছরের সাজা শোনানো হয়। এর পর সাময়িক জামিন মঞ্জুর করা হয় রাহুলের। তাঁকে ৩০ দিনের জন্য জামিন দেওয়া হয়েছে। তার মধ্যে নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানাতে পারেন রাহুল। তবে দু'বছরের সাজা হয়েছে যেহেতু, তাই রাহুলের সাংসদ পদ ধরে রাখা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
কিন্তু নিজের অবস্থানে অনড় থাকবেন বলেই এ দিন ইঙ্গিত দিলেন কংগ্রেস সাংসদ রাহুল। আদালতের রায়ের পরই ট্যুইটারে মুখ খোলেন তিনি। মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে লেখেন, 'সত্য এবং অহিংসাই আমার ধর্ম। আর সত্যই আমার কাছে ঈশ্বর। আর অহিংসা হল ঈশ্বরকে পাওয়ার সাধনা'। এ দিন আদালতেও রাহুল জানান, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না তাঁর।