Bharat Jodo Nyay Yatra: তৃণমূল না থাকলেও, বাংলায় রাহুল গাঁধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল সিপিএম
ABP Ananda LIVE: তৃণমূল (TMC) না থাকলেও, বাংলায় রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভারত জোড়ো ন্যায় যাত্রায় (Bharat Jodo Nyay Yatra)সামিল সিপিএম(CPM)। আজ মালদায় রাহুলের ন্যায় যাত্রায় সঙ্গী হচ্ছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। সিপিএমের মুর্শিদাবাদ জেলা কমিটি জানিয়েছে, আগামীকাল রঘুনাথগঞ্জের দাদাঠাকুর মোড়ে রাহুলের সভায় থাকছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। আগামীকাল মালদা থেকে অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদে ঢুকছে রাহুল গান্ধীর ন্য়ায় যাত্রা। ফরাক্কা, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর হয়ে কান্দির নবগ্রামে পৌঁছবেন রাহুল। সেখানেই আগামীকাল রাত্রিবাস করবেন তিনি।

ট্রেন্ডিং
সেরা শিরোনাম
