Sonarpur Rail Blockade: স্টাফ স্পেশালে উঠতে দেওয়ার দাবি, সকালে অবরোধ সোনারপুর স্টেশনে
সকাল ৭টা থেকে সোনারপুর স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে আজ শিয়ালদা দক্ষিণ শাখার সোনারপুর স্টেশনে রেল অবরোধ করেন নিত্যযাত্রীরা। এছাড়াও সাধারণের জন্য লোকাল ট্রেন চালানোর দাবি তোলা হয়েছে। বুধবার সকালে অবরোধ শুরু হওয়ার পরে ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ, জিআরপি ও সোনারপুর থানার আধিকারিকরা। সেখানে নিত্যযাত্রীদের অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়। বোঝানোর চেষ্টা শুরু হলেও নিজেদের দাবি থেকে অনড় নিত্যযাত্রীরা। যেহেতু সোনারপুর জাংশন স্টেশন, এই অবরোধের ফলে শিয়ালদা দক্ষিণ শাখায় বহু ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এর ফলে ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর সহ সব শাখার প্রায় প্রত্যেক স্টেশনেই ট্রেন দাঁড়িয়ে ছিল।
এদিকে সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস (Fake IAS) পরিচয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প (Vaccination Camp) চালানোর অভিযোগ। কসবার রাজডাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত দেবাঞ্জন দেব আনন্দপুর থানা এলাকার মাদুরদহের বাসিন্দা। গতকাল কসবা (Kasba) থানার পুলিশ এই অভিযোগ পায়। অভিযোগ, যে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানো হচ্ছে, সেখানে টিকাকরণের পর প্রয়োজনীয় নথি দেওয়া হচ্ছে না। একজনের সন্দেহ হওয়ায় কসবা থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গেলে জানতে পারে, সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছিল। ইতিমধ্যেই দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাঁকে আলিপুর আদালতে (Alipore Court) পাঠানো হবে। এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।