Mamata Banerjee: চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের মাসে ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'চাকরিহারাদের জন্য প্রকল্প তৈরি করেছে রাজ্য' । চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীদের মাসে ভাতা' । চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার টাকা ভাতা' । চাকরিহারা গ্রুপ সি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা', মন্তব্য মমতার
আরও খবর...
পাকিস্তানকে সমর্থন করার জের, তুরস্কের পণ্য় বয়কটের ডাক ব্যবসায়ীদের। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ ফল ব্যবসায়ীদের। ভারতে ব্যাপক হারে তুরস্কের আপেল আমদানি করা হয়। আপেল-সহ তুরস্কের বিভিন্ন পণ্য বয়কটের ডাক ব্যবসায়ীদের।
অবশেষে পাকিস্তান থেকে দেশে ফিরলেন BSF জওয়ান পূর্ণম কুমার সাউ। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন রিষড়ার BSF জওয়ান
২২ দিন পর পাক রেঞ্জার্সের হাত থেকে মুক্তি পেলেন রিষড়ার জওয়ান। সকাল সাড়ে ১০টা নাগাদ আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন পিকে সাউ। পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্তের ওপারে চলে গেছিলেন পিকে সাউ। ২২ দিন পাকিস্তানে বন্দি থাকার পর অবশেষে ভারতে ফিরলেন বাংলার BSF জওয়ান। স্বামীকে ফিরিয়ে আনতে রিষড়া থেকে পাঞ্জাব ও হিমাচলপ্রদেশে গিয়েছিলেন অন্তঃস্বত্তা স্ত্রী, যদিও ফিরতে হয় খালি হাতে


















