Partha Chatterjee : SSKM থেকে RN Tagore হাসপাতালে পার্থ। কেমন আছেন তিনি ?
ABP Ananda LIVE : SSKM থেকে RN Tagore হাসপাতালে পার্থ। অক্সিজেন সাপোর্টে নিয়ে যাওয়া হল ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। অ্যাম্বুল্যান্সে ছিলেন পার্থর পরিবার ও পরিচিতরা। আলাদা গাড়ির ব্যবস্থা করার পর রওনা হয় অ্যাম্বুল্যান্স।
Nandini Mukherjee Paul : 'এত অসংবেদনশীল ও রূঢ় কেন বলুন তো ? গা পিত্তি জ্বলে যায় !' কুণালকে তীব্র আক্রমণ তাপস-পত্নীর
বিচার চেয়ে শাসকের রোষানলে অভয়ার পরিবার। কুণাল ঘোষকে (Kunal Ghosh) এবার পাল্টা জবাব দিলেন তাপস পালের স্ত্রী। 'আপনার মন্তব্য এত অসংবেদনশীল ও রূঢ় কেন বলুন তো ? গা পিত্তি জ্বলে যায় !' অভয়ার পরিবারকে আক্রমণ নিয়ে কুণালের তীব্র সমালোচনায় নন্দিনী পালের।
এক ফেসবুক পোস্টে নন্দিনী লিখেছেন, "কুণাল বাবু, আমি ২০ দিনের মধ্যে বাবা ও মা-কে হারিয়েছিলাম। একমাত্র সন্তান হয়েও একফোঁটা কাঁদতে পারিনি। স্বামী মারা যাওয়ার পরও তাই। কিন্তু, এই শোক আজও বয়ে বেরাচ্ছি। সময় সে কষ্ট লাঘব তো করতেই পারেনি, বরং দিন দিন তা আরও বেড়েছে। দয়া করে জানুন, কষ্ট-বেদনা ও তার আত্মপ্রকাশ বড়ই ব্যক্তিগত। সবাই সবার সামনে দেখাতে পারে না। তাই তাঁরা ভাববেন না, দয়া করে। আপনার মন্তব্য এত অসংবেদনশীল ও রূঢ় কেন বলুন তো ? গা পিত্তি জ্বলে যায় ! দোষী কি একজন ? নাকি বাবা-মা কাঁদছেন না মানেই ওঁরা ওঁদের মেয়েকে মেরেছেন ? কী বলতে চাইছেন বলুন তো !!!"




















