Kasba News: কসবার রাজডাঙায় ট্রান্সফর্মারে আচমকা বিকট আওয়াজ, গলগল করে বেরোয় ধোঁয়া | ABP Ananda LIVE
কসবার রাজডাঙায় ট্রান্সফর্মারে আচমকা বিকট আওয়াজ। ট্রান্সফর্মার থেকে বেরোচ্ছে ধোঁয়া। আতঙ্কে এলাকার বাসিন্দারা। আচমকা বিস্ফোরণের পর আগুন ধরে যায় ট্রান্সফর্মারে, অভিযোগ বাসিন্দাদের।
রেমাল তাণ্ডবে ফের মৃত্যু। মহেশতলার নুঙ্গিতে জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা। ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে বিদ্যুৎস্তম্ভের উপর পড়ায় তার ছিড়ে বিপত্তি। বাড়ি থেকে বেরিয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মহিলা। মৃতার নাম তাপসী দাস। পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে উদ্ধার করে মহিলার দেহ। বাংলায় রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৬।
কলকাতা থেকে বাগডোগরা, বিমানের টিকিটের দাম ৩৬ হাজার থেকে ৪৪ হাজার টাকা। কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত বিমানের টিকিটের মূল্য ২২ হাজার থেকে ৩৮ হাজার টাকা। মহার্ঘ উড়ানের নেপথ্যে ঘূর্ণিঝড় রেমাল। হয়রানির শিকার সাধারণ মানুষ।
আজও চলবে রেমাল-রেশ, কাল থেকে আবহাওয়ার উন্নতি। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরেও কমলা সতর্কতা জারি। আজও রাজ্যের সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।