RG Kar Case: আন্দোলনের পাশে সাধারণ মানুষ, খাবার-বায়ো টয়লেট নিয়ে পৌঁছচ্ছেন নানা কোণা থেকে। ABP Ananda Live
আরজির কর কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় সাধারণ মানুষও। ডাক্তারদের আন্দোলনে পাশে এসে দাঁড়িয়েছেন একাধিক সাধারণ মানুষ, অন্য শিক্ষাঙ্গনের পড়ুয়ারা। রাতে এল খাবার, সকালেও এসে পৌঁছল প্রচুর খাবার-জল। ব্যবস্থা করা হয়েছে বায়ো টয়লেটের।
এক হাতে প্রতীকী চোখ, এক হাতে মগজ। লালবাজার অভিযানে শিরদাঁড়ার পর, এবার স্বাস্থ্য়ভবন অভিযানে জুনিয়র ডাক্তারদের হাতে দেখা গেল, ব্রেন, চোখ ও টিবিয়ার মডেল। সঙ্গে ঝাঁটা নিয়ে স্বাস্থ্যভবন সাফাই অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা।
স্বাস্থ্যভবন অভিযানের মাঝেই আলোচনায় আহ্বান জানিয়ে এল স্বাস্থ্য সচিবের ই-মেল। দাবি পূরণ না হওয়ায়, আন্দোলনে অনড় থাকলেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য়মন্ত্রী অপেক্ষা করে নবান্ন থেকে বেরিয়ে গেছেন, জানালেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভটাচার্য।
সন্দীপ ঘোষকে পেশ করা ঘিরে মঙ্গলবার উত্তাল হল আলিপুরের বিশেষ সিবিআই আদালত। আদালত থেকে বেরনোর সময় সন্দীপ ঘোষের প্রিজন ভ্য়ানে চটির বাড়ি মারলেন এক ব্য়ক্তি। দফায় দফায় বিক্ষোভ দেখালেন মহিলা আইনজীবীরা। সন্দীপ ঘোষ সহ ৪ অভিযুক্তকে এদিন হেফাজতে চায়নি সিবিআই। তাদের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।