(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar Case: বাড়ি, নার্সিংহোমে তল্লাশির পর এবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুদীপ্ত রায়। ABP Ananda Live
বাড়ি, নার্সিংহোমে তল্লাশির পর এবার ইডির তলবে সিজিও কমপ্লেক্সে সুদীপ্ত রায়। আরজি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের চিকিৎসক-বিধায়কের। ২ দিন আগেই সুদীপ্তর নার্সিংহোম, বাড়ি, বাংলোয় তল্লাশি চালায় ইডি। বাজেয়াপ্ত করা ফোনের লক খোলার জন্য তলব, জানিয়েছেন তৃণমূলের চিকিৎসক-বিধায়ক সুদীপ্ত রায়।
আর জি কর কাণ্ডের তদন্তে সিবিআইয়ের নজরে সল্টলেকের হোটেল। ৯ অগাস্ট রাতে কে ছিল সেই হোটেলে? হোটেলের ভিজিটর্স বুক ও নথি চেয়ে পাঠাল সিবিআই। নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হোটেল কর্মী। অ্যাপের মাধ্যমে বুকিং করা হয়েছিল হোটেলের ঘর, উল্লেখ সিবিআইয়ের নোটিসে।
আর জি কর কাণ্ডের তদন্তে এবার মীনাক্ষী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। সিজিও কমপ্লেক্সে প্রায় ২ ঘণ্টার জিজ্ঞাসাবাদ DYFI-এর রাজ্য সম্পাদককে। ৯ অগাস্ট চিকিৎসকের দেহ হাসপাতাল থেকে বের করার সময় শববাহী গাড়ি বেরোতে বাধা। তড়িঘড়ি দেহ বের করে নিয়ে যাওয়ার অভিযোগে বাধা দেন মীনাক্ষীরা। সেই সূত্রেই DYFI নেত্রীকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, খবর সূত্রের।