RG Kar: 'শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্যই আজকের বৈঠক হল না, আমরা হতাশ', বক্তব্য জুনিয়র চিকিৎসকদের
নবান্নে ২ ঘণ্টা জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করলেও ভেস্তে গেল বৈঠক। বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ে রাজি হল না রাজ্য সরকার। নবান্ন থেকে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। এখনও নবান্নেই অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা। 'ওরা বিচার চায় না, চেয়ার চায়, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, আমি পদ চাই না। আমি জানি, অনেকে আলোচনায় রাজি ছিলেন, দু-একজনের জন্য বৈঠক হচ্ছে না, বাইরে থেকে তাঁদের কাছে নির্দেশ আসছে', প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। যদিও বৈঠক না হওয়ায় হতাশ জুনিয়র চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, ''আজকে শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্যই এই বৈঠক হল না। আমরা ভীষণভাবে হতাশ।'' লাইভ টেলিকাস্ট করতে কেন রাজি হল প্রশাসন। তার কোনও সদুত্তর মেলেনি বলেও জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।



















