RG Kar News: RG করে চিকিৎসককে খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়। বিভিন্ন দেশে বিক্ষোভ-প্রতিবাদ
ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডের বিচার চেয়ে রং তুলি, মানব বন্ধনে শহর জুড়ে প্রতিবাদ। দিকে দিকে প্রতিবাদ মিছিল। গান-কবিতা প্রতিবাদে পথে নাগরিকরা। কাল চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস, আজ ফের 'রাত দখল'। কাল সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা । মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ চিকিৎসকদের। গড়িয়াহাটে মানববন্ধন কর্মসূচি পালন স্কুলের প্রাক্তনীদের। সিমলা স্ট্রিটে মশাল মিছিল, বিচার চেয়ে পথে টালিগঞ্জের কলাকুশলীরাও। নৈহাটিতে আর জি করকাণ্ডে প্রতিবাদ মিছিলে হামলার অভিযোগ। মিছিল চলাকালীন কিছু দুষ্কৃতী ঢুকে পড়ে হামলার অভিযোগ। মিছিলে বাধা, মারধর, মাইকের তার ছিড়ে দেওয়ার অভিযোগ।
![Militant News: পাকিস্তানি সেনাবাহিনীতে পাক চার? ভুয়ো নথি দিয়ে ব্যারাকপুরের সেনা ছাউনিতে চাকরি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/61640f7c988f919f2a453603be18bbbf1739502757896535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)