RG Kar Doctor Death: আদালত থেকে অনুমতি মেলার পরেই আর জি কর কাণ্ডে পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালের ৪ জুনিয়র চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু। বয়ানের সত্যতা যাচাইয়ে কোর্টের নির্দেশে পলিগ্রাফ টেস্টে সিবিআই। ঠিক কী হয়েছিল ৯ অগাস্টের রাতে? সূত্রের খোঁজে পলিগ্রাফ টেস্ট।
আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে একজোট চিকিৎসক-মহল। এই আবহে বিভিন্ন চিকিৎসক সংগঠন ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের বৈঠকে বসার আহ্বান। বৈঠকে বসার আহ্বান জানালেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব অনিরুদ্ধ নিয়োগী। সূত্রের খবর, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের নেতৃত্বে এই বৈঠকে থাকবেন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। বৈঠকে থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকও। বর্তমান প্রেক্ষাপটে স্বাস্থ্য ব্যবস্থা ও হাসপাতালগুলির পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা হবে। তবে এই বৈঠকে যোগ দেবে কি না, তা এখনও স্পষ্ট করেনি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আজ ওই সময়েই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার তরফে মিছিলের আয়োজন করা হয়েছে। এক চিঠিতে নিজেদের এই মনোভাবের কথা জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)