Amit Shah: উপনির্বাচনের আগে বঙ্গ সফরে অমিত শাহ। যাবেন পেট্রাপোল সীমান্ত,যোগ দেবেন BSFর অনুষ্ঠানে
ABP Ananda Live: উপনির্বাচনের আগে বঙ্গ সফরে অমিত শাহ । আজ প্রথমে যাবেন পেট্রাপোল সীমান্ত, যোগ দেবেন বিএসএফের অনুষ্ঠানে। তারপরে কলকাতায় ফিরে ইজেডসিসিতে করবেন সাংগঠনিক বৈঠক।
জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন আত্মপ্রকাশ করতেই চড়া সুর কল্যাণের। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তীব্র আক্রমণে তৃণমূল সাংসদ । 'কী এমন আন্দোলন হল যে ৫ কোটি টাকা তুলতে হল? আমরাও আন্দোলন করেছি, একটাও পয়সা তুলতে হয়নি। সিপিএম ঠিক এভাবেই করত। যারা কর্মবিরতিতে নেমেছিল, তারাই তো থ্রেট কালচার করছে', রিষড়ার সভায় আক্রমণে কল্যাণ।
মাসের শুরুতেও নিশানা করেছিলেন কল্যাণ। ১০ দফা দাবি না মান হলে মানুষকে পরিষেবা দেব না। এটাও থ্রেট কালচার। কর্মবিরতি নিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নিশানা করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আড়াল থেকে রাজনীতি করার অভিযোগেও সরব হয়েছিলেন তিনি। পাল্টা জবাব দিয়েছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেছিলেন, 'এটা কি আমরা আমাদের ব্য়ক্তিগত স্বার্থের জন্য় করছি কিছু? এখানে একটা সামগ্রিক হাসপাতালের সুরক্ষার একটা কথা বলা হয়েছে।' আর জি কর-কাণ্ডের পর বিভিন্ন মেডিক্য়াল কলেজে থ্রেট কালচারের অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য়ে।