RG Kar Case : আর জি কর মামলায় চিকিৎসকের বাড়িতে CBI, তদন্তকারী অফিসার সীমা পাহুজা-সহ ৩জনের টিম
ABP Ananda Live: আর জি কর মামলায় চিকিৎসকের বাড়িতে CBI। তদন্তকারী অফিসার সীমা পাহুজা-সহ ৩জনের টিম।
২ ঘণ্টা ধরে নির্যাতিতা চিকিৎসকের পরিবারের সঙ্গে কথা। CBI-র সঙ্গে কথা বলে সন্তুষ্ট নন অভয়ার পরিবার। 'সঞ্জয় রায়ই একমাত্র দোষী, আর কেউ নয়'। বোঝাতে পরিবারের কাছে এসেছিল CBI: সূত্র।
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু, রাতের অন্ধকারেই প্রশান্ত মহাসাগরে অবতরণ, চোখ ভিজল মায়ের
ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla)


















