RG Kar News Update: পলিগ্রাফ পরীক্ষা কী ? কীভাবে জানা যায় কোনটা সত্যি কোনটা মিথ্যে?কী বললেন চিকিৎসক?
ABP Ananda LIVE: পলিগ্রাফ পরীক্ষায় কোন স্ট্রিমের চিকিৎসকেরা থাকেন? মূলত কোন কোন প্যারামিটার দেখা হয়? 'পলিগ্রাফ পরীক্ষা হল লাইট ডিটেক্টর টেস্ট। এই পরীক্ষা হচ্ছে আমরা যখন মিথ্যে কথা বলি আমাদের শরীরের কিছু পরিবর্তন হয়। হার্টবিট বেড়ে যাওয়া, হাত-পা ঘামতে শুরু করা। যখন আমাদের কেউ জেরা করে টানা, যারা ক্রমাগত মিথ্যে কথা বলতে অভ্যস্ত নয়, একই মিথ্যে কথা বারবার বলছে না, তাঁদের মধ্যে বা সবার মধ্যেই একটা শারীরিক পরিবর্তন হয়। পলিগ্রাফ টেস্টে যেটা করা হয় শরীরে সব জায়গায় একটা করে যন্ত্র লাগানো থাকে। আমরা যখন মিথ্যে কথা বলি তখন আমরা অস্থির হয়ে একটা অস্বাভাবিক আচরণ করি, সেই কথাগুলিই ওরা নোটিশ করে', বললেন চিকিৎসক ডাঃ জয়রঞ্জন রাম।



















