RG Kar News: ক্রাইম সিনে যেতে রাজ্যের আপত্তি, কার্যত নিরুত্তাপ সিবিআইও, ক্ষুব্ধ অভয়ার পরিবার
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্য়াল কলেজ হাসপাতালের ক্রাইম সিন অর্থাৎ অপরাধস্থল দেখতে শিয়ালদা আদালতে আবেদন জানিয়েছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। সেই মামলায় এদিন শিয়ালদা আদালতে নিহত চিকিৎসকের পরিবারের আবেদনের তীব্র বিরোধিতা করল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফে আইনজীবী বলেন, আইনে কোথাও বলা নেই ক্রাইম সিনে আইনজীবী যেতে পারবেন। তখন পরিবারের তরফে আইনজীবী সওয়াল করেন,
আপত্তি করে কী লুকোতে চাইছে রাজ্য সরকার? আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের আইনজীবীও নিহত চিকিৎসকের মা-বাবার 'ক্রাইম সিনে' যাওয়ার আবেদনের বিরোধিতা করেন। এদিকে, গত বছর ৯ অগাস্ট আরজি কর মেডিক্য়াল কলেজের জরুরি বিভাগের চারতলা থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল। এক বছরের মাথায় ৯ অগাস্ট 'অরাজনৈতিক নবান্ন অভিযান'-এ অংশ নেবেন নিহত চিকিৎসকের মা-বাবা। এই অভিযানে দলীয় পতাকা ছাড়া থাকবেন শুভেন্দু
অধিকারী সহ বিজেপির নেতা কর্মীরা। কিন্তু, যেহেতু রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন, তাই এই নবান্ন অভিযানে না থাকার কথা জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এরপরই তাঁদের তীব্র আক্রমণে নেমেছেন শুভেন্দু অধিকারী।


















