RG Kar Case: আমরা ক্রাইম সিনে যেতে চেয়েছিলাম কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে: নির্যাতিতার পরিবার
ABP Ananda Live: 'উনি চেয়েছিলেন আরও ৪দিন যা বাকি আছে সমস্তটা নষ্ট করে তারপর সিবিআইকে দেব। সেটা পারেননি বলে দুঃখ পেয়েছেন উনি। আমরা ক্রাইম সিনে যেতে চেয়ছিলাম কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে'। মন্তব্য নির্যাতিতার পরিবারের।
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরলেন শুভাংশু, রাতের অন্ধকারেই প্রশান্ত মহাসাগরে অবতরণ, চোখ ভিজল মায়ের
ইতিহাস রচনা করে ঘরের ছেলে ঘরে ফিরলেন কার্যত। মহাকাশ থেকে পৃথিবীতে অবতরণ করলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। সবমিলিয়ে ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু ও তাঁর সহযাত্রীরা। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার দুপুর ৩টে বেজে ১ মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে, প্রশান্ত মহাসাগররের বুকে অবতরণ করলেন সকলে। অবতরণের সময় আমেরিকায় রাত ছিল। (Shubhanshu Shukla)


















