(Source: ECI/ABP News/ABP Majha)
RG Kar News : 'প্রশাসন অসহযোগিতা করেছে, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে', সরব মৃত চিকিৎসকের মা
ABP Ananda LIVE: 'ছোটবেলা থেকেই মেয়ের ইচ্ছে ছিল ডাক্তার হওয়ায়'। 'আমাদের একটাই দাবি, বিচার চাই'। 'প্রশাসন অসহযোগিতা করেছে, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে'। 'প্রথম থেকে পুলিশ ধামাচাপা দেওয়া করেছে'।
ধর্মতলায় চিকিৎসকদের মঞ্চে দাঁড়িয়ে সরব মৃত চিকিৎসকের মা।
কাল চিকিৎসক ধর্ষণ-খুনের ১ মাস, আজ ফের 'রাত দখল'। কাল সুপ্রিম কোর্টে ফের আর জি কর-কাণ্ডের শুনানি, তার আগে আজ ফের রাত জাগবে বাংলা। কাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা । এনআরএস থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল। মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ। আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এই আবহে আজ আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের বিভিন্ন দেশে একাধিক জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। প্রতিটি দেশেই স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৫টায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হবে। বিশ্বজুড়ে মানববন্ধন কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘বিশ্বজুড়ে উঠেছে ঝড়, জাস্টিস ফর আর জি কর’। আমেরিকা, ব্রিটেন, কানাডার পাশাপাশি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, তানজানিয়া, জাপান-সহ দেশে দেশে এই কর্মসূচি পালন করা হবে।