RG Kar Doctor Protest: '৫১ ফুটের সেমিনার রুম, ৪০ ফিট পর্যন্ত কর্ডন করা ছিল',দাবি লালবাজারের
ABP Ananda LIVE: '৫১ ফুটের সেমিনার রুম, ৪০ ফিট পর্যন্ত কর্ডন করা ছিল'। '৪০ ফিটের বাইরে ১১ ফিট এলাকায় অনেক মানুষ ছিলেন'। 'চিকিৎসক-সহ সবাই ছিলেন ওই ৪০ ফিট কর্ডন করা এলাকার বাইরে'। সেমিনার রুমের ভাইরাল ভিডিও নিয়ে দাবি পুলিশের । ৪০ ফিট এলাকায় কোনও বহিরাগতরা ছিল না, দাবি লালবাজারের । 'কর্ডন করা এলাকায় নির্দিষ্ট কয়েকজন ছিলেন'। 'মা-বাবা-সহ নির্দিষ্ট কয়েকজন ছাড়া কর্ডন করা অংশে কেউ ছিলেন না'। 'কর্ডন করা ৪০ ফিট এলাকায় কোনও বহিরাগত ছিল না'। 'হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আইনজীবী ছিলেন'। ঘটনাস্থল থেকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ কার্যত খারিজ পুলিশের । 'কেন আইনজীবী ছিলেন, সেটা বলতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ'। ভাইরাল ভিডিও ঠিক কোন সময়ের, স্পষ্ট জানাতে পারল না পুলিশ।
![WB News: 'আপনারা ভোট নিয়ে চিন্তিত, ভোটারদের নিয়ে নয়', রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/18/499dbf5d328e53d92a1c6d955616d83c1739898543787535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)