RG Kar : 'স্বচ্ছতার মান্যতা থাকল না', বদলি প্রসঙ্গে বললেন অনিকেত মাহাতো
ABP Ananda LIVE : দেবাশিসের পর এবার বদলি করা হল আসফাকুল্লা ও অনিকেত মাহাতোকে। আর জি কর আন্দোলনের অন্যতম মুখ তিন জুনিয়র চিকিৎসক। দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতাল থেকে মালদার গাজোলে বদলি। অনিকেত মাহাতোকে রায়গঞ্জ ও আসফাকুল্লাকে পুরুলিয়ায় বদলি। 'কাউন্সেলিংয়ের মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট হিসেবে হাওড়ার হাসপাতালে পোস্টিং। জয়েনিং লেটারে হাওড়ার বদলে গাজোল হাসপাতালের পোস্টিংয়ের উল্লেখ', নেপথ্যে প্রতিহিংসা, অভিযোগ চিকিৎসক দেবাশিস হালদারের। ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্যভবনে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। আর জি কর আন্দোলনের অন্যতম মুখে দেবাশিস হালদারের বদলি ঘিরে বিতর্ক। দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতাল থেকে মালদার গাজোলে বদলি। 'কাউন্সেলিংয়ের মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট হিসেবে হাওড়ার হাসপাতালে পোস্টিং। জয়েনিং লেটারে হাওড়ার বদলে গাজোল হাসপাতালের পোস্টিংয়ের উল্লেখ'।নেপথ্যে প্রতিহিংসা, অভিযোগ চিকিৎসক দেবাশিস হালদারের। ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্যভবনে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট



















