RG Kar : আর জি কর কাণ্ডে জোড়া মামলার শুনানি স্থগিত। মামলা-অধিকার নিয়ে যুদ্ধ CBI-রাজ্যের
ABP Ananda LIVE : কলকাতা হাইকোর্টে আর.জি কর মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। মামলা গ্রহণ করা হবে কিনা সেই অংশ নিয়ে শুনানি শেষ। রাজ্য এবং সিবিআইএর দায়ের করার মামলার শুনানি শেষ।
রাজ্যের তরফ থেকে ১৯৭৬,২০০৩ এবং ২০১০ সালের সুপ্রিম কোর্টের তিনটি নির্দেশনামা দেখিয়ে সওয়াল। নির্দেশনামা দেখিয়ে সওয়াল করা হয় যে তারাও, অর্থাৎ রাজ্যও শাস্তি বাড়ানোর পক্ষে সওয়াল করতে পারে। ' দুটি মামলার বিষয়বস্তু তো একই। দুটি মামলাই সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে দায়ের হয়েছে', সেক্ষেত্রে দুটি মামলা কি গ্রহণ করা সম্ভব, রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের।'এরপর প্যারোল বা শাস্তির মেয়াদ কমানোর বিষয়ে বিবেচনা রাজ্যকেই করতে হবে'। ফলে এই মামলা করার অধিকার রাজ্যের আছে, সওয়াল রাজ্যের।
সিবিআই এর তরফ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে, সেই যুক্তিতে তাঁরা বলছেন যে, যেহেতু এক্ষেত্রে তদন্তকারী এজেন্সি বা তদন্তকারী সংস্থা সিবিআই , তাঁরা কলকাতা হাইকোর্টের নির্দেশের কারণে এই মামলা নিজেদের হাতে নেয়। একেবারে তদন্ত থেকে শুরু করে, নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া সেটা কিন্তু পুরোটাই সিবিআই এর তরফ থেকে সংগটিত করা হয়েছিল। সেই মামলার কেস ডাইরিতে থেকে শুরু করে আর যা যা রেকর্ড আছে, প্রত্যেকটাই কিন্তু সিবিআই এর হাতে রয়েছে।


















