RG Kar Live: আর জি করে চিকিৎসক খুনে ভাইরাল তিনটি অডিও ক্লিপ, ৩ রকম বয়ানে বাড়ছে রহস্য
RG Kar News: 'মেয়ের দেহ উদ্ধারের পর আর জি কর মেডিক্যাল থেকে ৩ বার ফোন'। ৩ বার ৩ রকম কথা বলা হয় হাসপাতালের তরফে, জানিয়েছিলেন নিহত নির্যাতিতার বাবা। ফোনে কথোপকথনের ৩টি অডিও ক্লিপ ভাইরাল। প্রথমবার বলা হয় 'মেয়ের শরীর খারাপ'। দ্বিতীয়বার অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে ফোন। দ্রুত হাসপাতালে যেতে বলা হয় নিহত নির্যাতিতার মা-বাবাকে। তৃতীয় বার ফোন করে বলা হয় 'মেয়ে হয়তো আত্মহত্যা করেছে'। ভাইরাল সেই অডিও ক্লিপ এবিপি আনন্দর হাতে।
আরও খবর, আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের ২০দিন, আজও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ। টানা ১৪দিন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ। এখনও পর্যন্ত ১০৩ ঘণ্টার বেশি সময় সন্দীপকে জিজ্ঞাসাবাদ। ১৬ দিন ধরে তদন্তের পর এখনও ধোঁয়াশায় সিবিআই। আর জি কর-কাণ্ডে এখনও একাধিক মিসিং লিঙ্ক। নিজাম প্যালেসে আর জি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আরজি করে দুর্নীতির অভিযোগে মামলা করেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সেই মামলার তদন্তে আখতার আলিকে ডেকে পাঠায় সিবিআই।