RG Kar Medical College: চিকিৎসক খুনের প্রতিবাদে পথে নামলেন ডোনা-সানা। ABP Ananda Live
ABP Ananda Live: চিকিৎসক ধর্ষণ-খুনের প্রতিবাদে। প্রবল বৃষ্টির মধ্যেই পথে নামলেন ডোনা-সানা।
কোর্টের সম্মতিতে শ্যামবাজারে আজ থেকে ৫দিনের ধর্নায় বিজেপি। হাজির গেরুয়া শিবিরের সাংসদ-বিধায়করা। বিকেলে মৌলালিতে প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দুরা। কাল স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক বিজেপির। লক্ষ্মীবারে, রাজ্যের লক্ষ্মীদের নিরাপত্তার দাবিতে স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে মিছিল। মৌলালি থেকে বিজেপির সাংস্কৃতিক মঞ্চের মিছিলে পা মিছিলে পা মেলালেন চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরে ধুন্ধুমার , ব্যারিকেড ভাঙার চেষ্টা , পুলিশের সঙ্গে ধস্তাধস্তি । আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য থেকে দেশ, ফের লালবাজার অভিযানে কংগ্রেস | আর জি কর মেডিক্যালে সিআইএসএফ। ষষ্ঠবার সিজিও কমপ্লেক্সে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আজই তলব লালবাজারেও।