RG Kar Medical College: মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও! ABP Ananda Live
ABP Ananda Live: RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের ঘটনায় বিক্ষোভ ছড়াল জেলাতেও। বিভিন্ন মেডিক্যাল কলেজে কর্মবিরতির পাশাপাশি, অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকদের। মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল জেলাতেও। একদিকে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, আরেক দিকে রোগীদের হয়রানি, দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে উঠে এল এই ছবি।
RG কর-কাণ্ডে বিক্ষোভের আঁচ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ‘আমরা সবাই RG কর’ লেখা প্ল্যাকার্ড নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখান জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে এদিন চিকিৎসা না করিয়েই ফিরে যেতে হয় রোগীদের। রামপুরহাট মেডিক্যাল কলেজেও আউটডোর পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। কাজে যোগ দেননি জুনিয়র চিকিৎসকরা। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালেও প্রতিবাদে সামিল হন জুনিয়র চিকিৎসকরা। বন্ধ ছিল আউটডোর পরিষেবা।