RG Kar Medical College: RG Kar কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযানে ধুন্ধুমার
ABP Ananda Live: আর জি কর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযানে ধুন্ধুমার। পুলিশের ব্যারিকেডে আটকাল মিছিল। আগুন জ্বালিয়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক আব্দুল মান্নান সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মী।প্রতিবাদ রাস্তায় বসে বিক্ষোভ। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি।
কোর্টের সম্মতিতে শ্যামবাজারে আজ থেকে ৫দিনের ধর্নায় বিজেপি। হাজির গেরুয়া শিবিরের সাংসদ-বিধায়করা। বিকেলে মৌলালিতে প্রতিবাদ মিছিলে হাঁটবেন শুভেন্দুরা। কাল স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক বিজেপির। লক্ষ্মীবারে, রাজ্যের লক্ষ্মীদের নিরাপত্তার দাবিতে স্বাস্থ্যভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
'আর জি কর কাণ্ডের বিচার চেয়ে এবার CBI-এর উপর চাপ বাড়াল তৃণমূল'।'১৬৫ ঘণ্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না'।'আর জি কর মেডিক্যালের নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা করাবে CBI?' ,প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের