RG Kar: প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময় আর জি কর মেডিক্যালে 'আর্থিক অনিয়ম'। তদন্তে সিট গঠন রাজ্যের
ABP Ananda LIVE: আর জি কর মেডিক্যালে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে সিট গঠন রাজ্যের। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সময় আর জি কর মেডিক্যালে 'আর্থিক অনিয়ম'। ২০২১ থেকে আর জি করে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে সিট রাজ্যের। তদন্তে আইজি পদমর্যাদার অফিসার প্রণব কুমারের নেতৃত্বের ৪ সদস্যের সিট গঠন। ৪ সদস্যের সিট গঠন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের, এক মাসে রিপোর্ট জমার নির্দেশ।
আন্দোলনকারীদের আক্রমণ করতে গিয়ে এবার মহিলাদের কেশসজ্জা নিয়ে কটাক্ষ তৃণমূলের মন্ত্রীর। 'যাঁদের বয় কাট চুল বা যাঁরা চুল স্ট্রেট করেন, তাঁরা মদের বিরুদ্ধে প্রতিবাদ করেন না'। 'তাঁরা মদ খান না, তাঁরা ড্রিঙ্ক করেন'। মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর। মহিলাদের জিন্স পরা নিয়েও কটাক্ষ উদয়নের। বাংলাদেশ প্রসঙ্গ টেনেও আন্দোলনকারীদের হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। 'হাসিনাকে দেখে যাঁদের মুখে হাসি ফুটেছে, তা কী করে বন্ধ করতে হয়, তৃণমূল জানে'। 'এই কথা মাথায় রেখে সাবধানে আন্দোলন এগিয়ে নিয়েও যাও'। 'কিন্তু নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে, তা প্রতিহত করার রাস্তা জানা আছে'। হুঙ্কার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর।